আমরা নিতে চাইবোনা, দিয়ে যাব প্রাথমিক শিক্ষা অফিসার, পোরশা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আমরা নিতে চাইবোনা, দিয়ে যাব প্রাথমিক শিক্ষা অফিসার, পোরশা




নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি: 


পোরশা উপজেলার ছোট শিশুদের বিদ্যালয় মুখী করতে হবে। আমরা যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করি তারা অন্যদের মত চাই চাই করবোনা। আমরা আমাদের সাধ্যমত প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাব। এক সময় দেখবেন আমাদের যেটা চাওয়া-পাওয়া ছিল সেটি পেয়ে গেছি। সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষার মানন্নয়নে করনীয় এক সভায় উপোরক্ত কথাগুলি বলেন সদ্য যোগদানকৃত নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। এসময় তিনি এ উপজেলার প্রাথমিক শিক্ষার মানয়ন্ননে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার তিনি নওগাঁর পোরশা উপজেলা  শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের সিংড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহনাজ আক্তার,  প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু হেনা, আশফাকুল আসেকিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক এহিয়া সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here