বটিয়াঘাটার সৈয়দের দোকানে বিনা লাভের দোকানে প্রথম দিনে ব্যাপক সাড়া। মোঃ মিজানুর রহমান - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বটিয়াঘাটার সৈয়দের দোকানে বিনা লাভের দোকানে প্রথম দিনে ব্যাপক সাড়া। মোঃ মিজানুর রহমান




  রিপোর্টার খুলনা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ ৪/১১-২০২৪ ইংরেজি তারিখ সকাল দশটা থেকে শুরু হয় ন্যায্য মূল্যে পিঁয়াজ, রসুন, ডিম, কাঁচা ঝাল, ইত্যাদি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকানে দেখা যায় প্রচুর ক্রেতার ভিড়। মিজানুর রহমান নামের এক ক্রেতা জানান বাজারে ডাল যেখানে দাম বেশি তার চেয়ে আমরা এখানে মাত্র ১০৬ টাকা কেজিতে পেয়ে যাচ্ছি। দোকানের ডিম ১৫ টাকা সেই ডিম এখান থেকে আমরা পাচ্ছি মাত্র বারো টাকা ৫০ পয়সায় । সব মিলিয়ে দেখা যায় ৫০০ টাকার কেনাকাটা করলে এক থেকে দেড়শ টাকা সেভ হচ্ছে। তিনি মাল কিনে অনেক খুশি। আসুন যতটুকু প্রয়োজন, তত টুকু কিনুন, এই স্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান  মোঃ সাগর শেখ। এ সময় স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল, শহীদুল, ফারুক, হেলাল, তানভীর সাগর মিজানুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here