যশোরের শার্শায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংসস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় গবাদি পশু পালন ও মোটাতাজা করণের লক্ষ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার সময় শার্শা (বিআরডিবি) প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে ৭০ জন দরিদ্র মহিলাকে গবাদি পশু পালন ও মোটাতাজা করণের প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা, যশোরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি নাজিব হাসানের সভাপতিত্বে এসম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলা উদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপ-পরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শার্শায় দরিদ্র মহিলাদের ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Tags
# সারাদেশ
Share This
About daily shadhinceta
সারাদেশ
লেবেলসমূহ:
সারাদেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন