বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের জন্য বরনপাড়ায় কৃষকদের উদ্যোগে মতবিনিময় সভা। পরে পানি নিষ্কাশন আন্দোলন কমিটি গঠিত হয়। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের জন্য বরনপাড়ায় কৃষকদের উদ্যোগে মতবিনিময় সভা। পরে পানি নিষ্কাশন আন্দোলন কমিটি গঠিত হয়।



নিজেস্ব প্রতিবেদনঃ

গতকাল রাত ৮ টায় মশিয়ালী, পাড়িয়ারডাঙ্গা, বরনপাড়া, দামোদর গ্রামের কৃষকদের উদ্যোগে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের জন্য এক মতবিনিময় সভার আয়োজন করেন। পরে পানি নিষ্কাশনের বিল ডাকাতিয়া পানি নিষ্কাশন আন্দোলন কমিটি গঠন করা হয়। যেখানে একটি আহবায়ক কমিটি গঠন করে যার আহবায়ক হিসাবে মশিয়ালী গ্রাম থেকে নুরুল ইসলাম গাজী, যুগ্ম আহবায়ক - বরনপাড়া থেকে মোঃ হাসিবুর রহমান,  সদস্য সচিব বরবপাড়া থেকে মোঃ আব্বাস আলী সরদার, কোষাধ্যক্ষ - বরন পাড়া গ্রাম থেকে সরদার শাহীন গনি, বাকি সদস্য - মোঃ মশিয়ার রহমান, মাইনুল মোল্লা, আলাউদ্দিন শেখ , ইশা শেখ, নাসির আহমেদ , মতিয়ার রহমান শেখ,  তারেক আকুঞ্জী, ইকবাল হোসেন, মোঃ বাবুল শেখ। এই আহবায়ক কমিটি মাধ্যমে গোটা বিল ডাকাতিয়ার পার্শবর্তী সকল গ্রামকে নিয়ে আন্দোলন কমিটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষকরা মনে করেন বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে পারলে সকল কৃষক মৎস্য ঘের,  ধান ও সবজি ফালাতে পারবে। কৃষকদের জীবনমান উন্নত হবে। মতবিনিময় সভায় বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here