শাহীন সুমন শান্ত
আজ সকাল ৭টায় পাড়িয়ারডাঙাগা গ্রামরে মুরব্বি আইউব হোসেন মিনা ইন্তোকাল করেন। মৃত্য কালে তার বয়স ছিল ৬৫ বছর। বিকাল ৫৬টায় পাড়িয়ারডাঙ্গা ঈদগাহ মায়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীনচেনা সাংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশক রেজোয়ান আকুঞ্জী রাজা। নজরুল ইসলাম সরদার, হাদিউজ্জামান শেখ, আনোয়ার হোসেন সরদার, সোরাফ আকুঞ্জী প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন