A M Rejoan

মোয়াজ্জেম হোসেন
অস্থির এই সমাজে,
বেঁচে আছে আজো কিছু লোক।
যাদের উদারতা, যাদের মানবতা,
যাদের দু-চোখে জ্বলে
জ্ঞানের আলোক।- ০২
পথে ঘাটে পার্কে যেদিকে তাকাই,
একটু প্রশান্তি কোনোখানে নাই,
উদভ্রান্তের মতো ঘুরছে সবাই,
চোখ দেখে মনে হয় নিয়েছে মাদক।। - ঐ
সম্মান শ্রদ্ধার যুগ হলো শেষ,
দেখে শুনে অন্তরে পাই শুধু ক্লেশ,
প্রজন্ম যাবে কোথা কারো জানা নাই,
দুশ্চিন্তায় আছে অবিভাবক।। - ঐ
এরই মাঝে সেই সব মহামানব,
নিজেকে উজাড় করে দিচ্ছে যে সব,
সময়ের প্রয়োজনে,তাদের অবদানে,
এই জাতি একদিন কাটাবে এ শোক।।- ঐ
মশিয়ালী, ফুলতলা, খুলনা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন