কুয়েট প্রতিনিধিঃ
তিনি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৮৪ ব্যাচের কৃতী ছাত্র ছিলেন। ১৯৮৯ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০০৫ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং (এম.ই.) ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন বোর্ড (BPERB) হতে প্রফেশনাল ইঞ্জিনিয়ার (পিইঞ্জ.) হিসেবে নিবন্ধন লাভ করেন।
তার কর্মজীবনের সূচনা হয় ১৯৯০ সালের ১৬ ফেব্রুয়ারি, সহকারী ইন্সটিটিউট প্রকৌশলী হিসেবে। কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯/০৫/২০০২ তারিখে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভকরেন। পরবর্তীতে ১৫/০৪/২০০৭ তারিখ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ০১/০৩/২০১০ তারিখ হতে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অদ্য ১৪/০১/২০২৬ ইং তারিখ তাঁর কর্মজীবনের শেষ কার্যদিবস। আগামী ১৫/০১/২০২৬ ইং তারিখ থেকে তিনি এক (০১) বছর অবসর প্রস্তুতিমূলক ছুটি (PRL) ভোগ করবেন এবং পরবর্তীতে অবসর জীবন গ্রহণ করবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন