দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ভিত্তিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার( ১৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার লাখোহাটির গাজী বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রাহাত, উত্তর রূপসা ছাত্রদলের নেতা শেখ সাকিবুর রাব্বি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, রাজন, সোহেল রানা, আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিবুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম হৃদয়, সরকারি এম এ মজিদ কলেজের সভাপতি গাজী রাকিব হোসেন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক সবুজ মীর, সহ সাংগঠনিক সম্পাদক মুশফিক, দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমন, বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাহাদ, সাংগঠনিক সম্পাদক মধু মল্লিক। এসময়ে উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্যে তারেক রহমানের দেশ গড়ার সকল পরিকল্পনা( ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, স্বাস্থ্য কার্ড) জনসম্মুখে তুলে ধরেন এবং তাকের রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে পাশে থাকার আহবান জানায়। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ভিত্তিতে উঠান বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সৌরভ, হাসান, জিলান, লিঠু, মুসা শেখ, আহাদ, ফরহাদসহ সাধারণ মানুষ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন