দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে,

 



দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে, 


শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 


দেশের ৩৫ জেলায় নিপাহ সংক্রমণ সনাক্ত করেছে, গত বছর (২০২৫)দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, সবার শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল,  সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, রোগ তওৃ, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান( আইইডিসিআর) জানায়,২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হয়, ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন ৫ জন 


আজ বুধবার আইইডিসিআর মিলনায়তনে অনুষ্ঠিত নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময় শীর্ষক এক সবায় এ তথ্য জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন, 


সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতিবছর শীতকালে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দেয়, এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস, নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২ শতাংশ রোগীর মৃত্যু ঘটে, দেশে  সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়, এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে, 


তিনি আরো ও বলেন, নিপাহ  ভাইরাসের জন্য এখনো ও কার্যকর কোন চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি য়া পরিস্থিতিকে আরো ও জটিল করে তুলেছে, 


আন্তর্জাতিক উদব্রাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইইডিসিআর) --এর সংক্রমক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা,সৈয়দ মইনুদ্দিন সাত্তার বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫  জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, আক্রান্ত জেলার মধ্য, ফরিদপুর রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে, সংক্রমণ ও মৃত্যুরহার তুলনামূলকভাবে বেশি, 


তিনি জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে,সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে, 


সভায় নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বরোপ করা হয়, বক্তারা বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাঁচা খেজুরের রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবার ও এই মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, 


এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাঁচা খেজুরের রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত বঠনের লক্ষ্যে প্রতিবছরের মত এবারও এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, 


নিপাহ ভাইরাসের প্রতিরোধ করণীয় :


কাঁচা খেজুরের রস পান করা যাবে না, 

আংশিক খাওয়া বা পোকায় কাটা  ফল খাওয়া যাবে না, 

ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে, 

নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে,

আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here