দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষকেরা তুলে দিলেন নতুন বছরের নতুন পাঠ্যবই।
সূত্র থেকে জানা গেছে, সারা দেশের ন্যায় দিঘলিয়া উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে অনানুষ্ঠানিকভাবে শিক্ষকেরা তুলে দিয়েছেন নতুন বছরের নতুন বই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে এ বছর সকল প্রকার উৎসবমূখর পরিবেশ ছাড়া ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্যবই শিক্ষকদের হাত থেকে গ্রহণ করেছেন। এ বছর দিঘলিয়া উপজেলার ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কেজি স্কুল) ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারি এ সব প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিশুরা নতুন বই হাতে পেয়েছে। এ ছাড়া উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হাতেও নতুন বই পৌঁছে দিয়েছেন শিক্ষকেরা। মাধ্যমিক স্তরের কিছু পাঠ্য বই বাঁধাই হয়ে আসতে বিলম্ব হওয়ায় মাধ্যমিকের সকল শ্রেণির শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ৭ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই হাতে দেওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে ৬৬ ভাগ বই বিতরণ করা হয়েছে। এখনও ৪৪ ভাগ বই পৌঁছাতে মাস খানেক লেগে যেতে পারে এমনটাই জানা গেছেে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন