খুলনার দিঘলিয়া উপজেলায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মারিয়া (১৭ মাস) সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম ২ নম্বর ওয়ার্ডের পোলের বাজার সংলগ্ন এলাকার মোঃ রফিকুল সরদারের কন্যা।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শিশুটি তার নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতেই শিশুটি উঠানের পাশের গভীর পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পিতা-মাতা শোকে ভেঙে পড়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন