বাপ্পী শেখ | নারায়ণগঞ্জ প্রতিনিধি | রবিবার ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ধর্মীয় তালিমের নামে নারী ভোটারদের জড়ো করে লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার প্রেক্ষাপট
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকায় অবস্থিত প্রার্থীর নিজ বাসভবন 'আউয়াল মঞ্জিলে' এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রার্থীর সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েকশ নারীকে ধর্মীয় তালিমের কথা বলে সেখানে জড়ো করা হয়। কিন্তু তালিমের আড়ালে উপস্থিত নারীদের মাঝে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক 'হাতপাখা' সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং খাবার পরিবেশন করে ভোট প্রার্থনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি-কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম। তিনি ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম সংবাদমাধ্যমকে জানান:
"নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী গোলাম মসীহর পক্ষে ধর্মীয় সভার নামে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা আমরা পেয়েছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
প্রার্থীর বক্তব্য
জরিমানার বিষয়ে জানতে চাইলে প্রার্থী গোলাম মসীহ দায় অস্বীকার করে বলেন, "তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছিলেন। সেখানে কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, তা আমার জানা নেই।"
রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখ্য যে, গোলাম মসীহ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি তিন মাস আগে অনেকটা নীরবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনে যোগ দেন এবং এবার সেখান থেকেই নির্বাচনের টিকিট পেয়েছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন