ডিবি পুলিশ আটক মিজানুর রহমান মণিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধারাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।
এলাকাবাসীর দাবী রানা প্রতাপ চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি ছিলেন ব্যবসায়ী ও নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফ কলে অবস্থান করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত রানার বাবা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার মনিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কামরুজ্জামান মিজানুর রহমানকে আটক করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন