দিঘলিয়া প্রতিনিধিঃ
নাশকতা মামলায় দিঘলিয়া থানা পুলিশ বারাকপুর ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাইখ হাসনাইন শুভ (২৫) কে গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ শাহ আলম জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে থানার এস আই লিটন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালিয়ে লাখোয়াটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম এ কে এম রেজাউল হোসেন।
গ্রেপ্তারকৃত শুভ ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের দিঘলিয়ায় আগমন উপলক্ষে নগরঘাট খেয়াঘাটে তার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
গত বছর ২৪ আগস্ট দিঘলিয়া থানায় বিএনপি’র এক নেতা মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত শুভকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন