প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধ, 


প্রথম আলো  ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর  ও অগ্নিসংযোগের ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর  হামলার শামিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, 


বর্বরোচিত ওই হামলার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়, 


গত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা ভাঙচুর ও  অগ্নিসংযোগের ঘটনা ঘটে, একই রাতে ডেইলি স্টারে কার্যালয়ে ও ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়, 


প্রথম আলো কর্তৃপক্ষ পাঠকদের জানিয়েছে, এ ঘটনার কারণে প্রথম আলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই আজ শুক্রবার প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি, পাঠকদের কাছে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রথম আলো, এবং অনলাইন পোটাল দুপুরের পর শুরু  হয়েছে, 


প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোন কথা বলেছেন প্রধান উপদেষ্টা, প্রথম আলো সম্পাদক ও ডেইলি স্টার সম্পর্কের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদ কর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে, আপনাদের এই দু: সময়ে সরকার আপনাদের পাশে আছে, 


প্রধান উপদেষ্টা আরো ও বলেন, শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল,এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বাধা সৃষ্টি করেছে, 


টেলিফোন আলাপকালো  সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা, 


খুব শিগগিরই এই দুটি সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা, 

এদিকে, প্রথম আলো -- ডেইলি স্টার কার্যালয় হামলা - ভাঙচুর - আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ  করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here