হাদিকে গুলিবর্ষণের নিন্দা, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে অতিক্রম করছে, তারেক রহমান, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

হাদিকে গুলিবর্ষণের নিন্দা, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে অতিক্রম করছে, তারেক রহমান,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 



ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর উপর, গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে  বাংলাদেশের স্বাধীনতা ও সর্বভৌমতে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, 


জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার  পরদিন আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে লন্ডন থেকে ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান, বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে, দেশ গড়ার  পরিকল্পনা ওই অনুষ্ঠান হয়, 


এ  প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে য়ে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি, 


হাদির উপর এ হামলা ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে, তারেক রহমান বলেন, যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এ দেশের  সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে  ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়েছে, কিছুদিন আগে চট্টগ্রামে একইভাবে বিএনপি'র আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল বোলে ও উল্লেখ করেন তিনি, 


এই পরিস্থিতিতে জাতীয়বাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন  রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান, তিনি বলেন, এ কারণেই বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমতে বিশ্বাস করেন, দল ছোট -- বড় বিষয় না য়ারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের  অস্তিত্বে বিশ্বাস  করে, সবার আগে বাংলাদেশ, --- এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের  প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কমী প্রত্যেকটি মানুষের আজ অতীতের যেকোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে, 


সবার প্রতি বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, 


প্রশাসন চাইলে হাদিকে গুলিবর্ষণের ঘটনার তদন্তে বিএনপি সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তারেক রহমান, প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদের যেন শাস্তি দেওয়া হয়, সে জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here