স্টাফ রিপোর্টাসঃ
সোমবার তার মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছুক্ষণ আগে মোতালেব শিকদারকে গুলি করা হয় এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন