খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের সাফল্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ফুলেল শুভেচ্ছা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের সাফল্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ফুলেল শুভেচ্ছা

 


মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তিপরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য উদযাপন করা হলো এক  আবেগঘন পরিবেশে। একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং–২০২৫ এর ১৬তম ব্যাচের মোট চারজন শিক্ষার্থী গত ২৯ নভেম্বর পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৯ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে তাঁদের মধ্যে মোহনা আক্তার বিভা মেধাতালিকায় ২৫তম এবং জয়দ্যূতি সরকার ১৩৯তম স্থান অর্জন করে একাডেমির সুনাম ধরে রাখে।১০ ডিসেম্বর সকাল ১০টায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে একাডেমিতে আসলে তাঁদের ফুল দিয়ে অভিনন্দন জানান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক  চিত্রশিল্পী মিলন বিশ্বাস। শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তিনি বলেন,“আজকের এই অর্জনে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমিরই নয়, খুলনাবাসীর সম্মানও বাড়িয়েছো। এই সাফল্য ধরে রাখতে হলে গুণীজনদের সম্মান, পরিশ্রম ও ধারাবাহিক সাধনা জরুরি।”তিনি আরও বলেন,“শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না, তার সঙ্গে থাকতে হয় জ্ঞান, অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্পসাধনার প্রকৃত চেতনা বোঝা যায়। শিল্পচর্চায় কখনো অর্থের পেছনে ছোটো যাবে না, অহংকার করবে না তবেই সাফল্য আসবে।”শিল্পী মিলন বিশ্বাস জানান,“আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী হতে না পারলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরে নিজেকে সফল মনে করি। আজ তোমাদের সাফল্য আমার স্বপ্নকে আরও প্রসারিত করলো।”তিনি তাঁর শিল্পগুরু, পিতা-মাতা এবং সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের থিওরি ক্লাস নেওয়া সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যারা এবার প্রত্যাশিত ফল পাননি তাদের উদ্দেশে তিনি উৎসাহ দিয়ে বলেন,“কোনো চিন্তা করবে না, সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here