আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আসনটির মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিন।
শনিবার ২৭ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে সোনারগাঁ থানা বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, “দলের বৃহত্তম স্বার্থে ও নির্বাচনী এলাকার জনগণ-নেতাকর্মীর প্রত্যাশা অনুযায়ী আপনারা মনোনয়ন বিষয়টি পুনর্বিবেচনা করবেন। পুনর্বিবেচিত করার পরে যদি পরিবর্তন হয়; আমরা দাবি করবো মান্নান সাহেবকে যথাযথভাবে আপনারা মূল্যায়ন করবেন। আমরা বিএনপির নেতৃবৃন্দকে ছোট করে দেখতে চাই না।”
গিয়াসউদ্দিন অভিযোগ করেন, “মান্নান সাহেবকে নিয়ে নির্বাচন করলে আমাদের বিজয় লাভ করা কঠিন হবে। আর যদি বিজয় তার হয়ে যায় আমাদের সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ের অনেকের রাজনীতি চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। দুঃখ বেদনা নিয়ে ঘরে ফিরে যেতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী, নির্বাহী কমিটির সদস্য ও আসনটির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক মো. রেজাউল করিম।অনুষ্ঠানে সোনারগাঁ থানা বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন