মোঃ তুহিন খান
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্ণীতি প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান আকুঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার সল্ঞ্চলনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রাণী অনুষ্ঠানের শরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার , উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা জনস্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার জেসমিন আরা, মোঃ নাসির উদ্দিন আহমেদ, দুদক কর্মকর্তা, খুলনা জেলা, ফাতেমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার, বীর মক্তিযোদ্ধা আবু জাফর, সাংবাদিক মিয়া বদরুল আলম, সাংবাদিক রেজোয়ান আকুঞ্জী রাজা প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন বড় ধরণের দুর্নীতি দেশের বড় বড় সেক্টরগুলোতে হলেও দুর্ণীতিমুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায়ের পরিবার থেকে। পরিবার দুর্নীতিমুক্ত হলে সমাজ দুর্নীতিমুক্ত হবে। সমাজ দুর্নীতিমুক্ত হলে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সততা, ন্যায় পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
তিনি বাংলাদেশটাকে সুন্দর ও দুর্ণীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন