মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি কর্তক পরিচালিত সি ইউ সি স্কুলের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ,পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন
সিইউসির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিতে এবং আরিফা ইসলাম খুকুমনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু, প্যানেল জাজ,শ্রম আদালত খুলনা ও উপদেষ্টা, সি ইউ সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কে দিয়ে এর প্রধান প্রকৌশলী ও সিইউসির উপদেষ্টা প্রকৌশলী কাজী সাবিরুল আলম।
জনাব শিকদার রুহুল আমিন, সহযোগী অধ্যাপক (অবঃ) সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ,খুলনা জাতীয় রোভার নেতা ও উপদেষ্টা,সি ইউ সি, জনাব মোঃ সালাউদ্দিন খান, এম ডি,খান প্রপাটিজ ও উপদেষ্টা,সি ইউ সি, জনাব মোহাম্মদ রায়হান আহমেদ তাসিন, এম ডি, তিতাস গ্রুপ অফ ইন্ডা. ও উপদেষ্টা,সি ইউ সি, জনাব সরদার আবু তাহের, জনসংযোগ কর্মকর্তা (অবঃ)খুলনা সিটি কর্পোরেশন ও উপদেষ্টা সি ইউ সি, ডা. প্রদীপ দেবনাথ,উপদেষ্টা,তত্বাবধায়ক,খুলনা শিশু হসপিটাল ও উপদেষ্টা,সি ইউ সি,মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, প্রধান শিক্ষক,সি ইউ সি স্কুল, সংগঠনের সহ-সভাপতি জনাব শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার,প্রচার সম্পাদক চিত্রশিল্পি মিলন বিশ্বাস,কার্যকরি সম্পাদক ধনঞ্জয় রায়,সহকারী শিক্ষকবৃন্দ মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মোঃ মামুনুর রশিদ, মোঃ শুভ, মোঃ মনিরুল ইসলাম,মোঃ ফজলুল হক, বিএনসিসি ক্যাডেট সুখী, ক্যাডেট শাহিন, ক্যাডেট পবন,সিইউসি, ক্যাডেট রেজওয়ানা ইসলাম, স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অতিথিদের বক্তব্যশেষে সি ইউ সি স্কুলের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ,পুরস্কার বিতরণ ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় জি পি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি সি ইউ সি পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন