নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা



দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- বাপ্পী শেখ। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি নবগঠিত নির্বাচনী জোট 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট'-এর প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোটের প্রার্থী ঘোষণা
জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট' সারা দেশের ১২২টি আসনে মোট ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য লিয়াকত হোসেন খোকার নাম নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনী লক্ষ্য ও উদ্দেশ্য জোট নেতাদের মতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই ফ্রন্টের মূল লক্ষ্য। ঘোষিত প্রার্থীরা অবিলম্বে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন এবং জোটের মূল বার্তা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। হেভিওয়েট প্রার্থী লিয়াকত হোসেন খোকা লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ আসনের একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে তিনি এই আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় তার শক্তিশালী জনভিত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তাকে ঘিরে এই জোটে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট
লিয়াকত হোসেন খোকার প্রার্থিতা ঘোষণার পর সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকার নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তার সমর্থকরা মনে করছেন, অভিজ্ঞ এই রাজনীতিকের অংশগ্রহণে আগামী নির্বাচন এ আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here