আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি নবগঠিত নির্বাচনী জোট 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট'-এর প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোটের প্রার্থী ঘোষণা
জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট' সারা দেশের ১২২টি আসনে মোট ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য লিয়াকত হোসেন খোকার নাম নিশ্চিত করা হয়েছে।
লিয়াকত হোসেন খোকার প্রার্থিতা ঘোষণার পর সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকার নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তার সমর্থকরা মনে করছেন, অভিজ্ঞ এই রাজনীতিকের অংশগ্রহণে আগামী নির্বাচন এ আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন