নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পৃথক দুই স্থানে দুই যুবকের রহস্যজনক মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পৃথক দুই স্থানে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

 



দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাপ্পী শেখ 

শনিবার ০১ নবেম্বর ২০২৫


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে রিজওয়ান মিয়া (১৯) ও টিপুরদী এলাকা থেকে আব্দুস সাত্তার (৪০)-এর মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকার নতুন সড়কের পাশে বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিজওয়ান মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রিজওয়ানকে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট কারখানার পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে কাচঁপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া গেছে—তিনি বন্দর উপজেলার মদনপুর এলাকার আলী হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৪০)।


কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সাত্তার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পৃথক দুই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here