নিজেস্ব প্রতিবেদ:
গতকাল মায়ের মৃতুতে নিজেকে দোষী শিকার করে ফেসবুকে ক্ষমা প্রার্থনা
আসসালামু আলাইকুম। আমার এই পোস্ট টা এই জন্য করা আমি তো আমার মাকে মেরে ফেলেছি। অন্য রোর মায়ের জীবন এই ভাবে না যায়। আমার মা সব সময় বলতো নামাজ পড়। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সব সময় আমাকে বুঝাতো মরে যাওয়া কোন ফয়সালা এনে দিতে পারে না। কিন্তু সেই চলে গেল। সে সব সময় বলতো আমি মরে গেলে তুই বুঝবি আমি তোর জীবনে কি ছিলাম।আমার পোস্টের কারনে একটা লোক ও যদি ভাল হয়ে যায়। আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে যেয়ে দাড়াবো। দুনিয়ার লোক জানুক আমি আমার মাকে মেরে ফেলেছি। আমার মা যে আমার কি ছিলো সেই টা আমি ভাল করে বুঝতে পারছি আমার বাম পাসের শরির টা অবাস হয়ে গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন