যথাযথ মর্যাদায় খুলনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

যথাযথ মর্যাদায় খুলনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

 


নিজেস্ব প্রতিবেদনঃ

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২১ নভেম্বর) খুলনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

দিনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল জলিল হাওলাদার। এরপর তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরবর্তী পর্বে অনারারী ক্যাপ্টেন আলহাজ্ব মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে এবং সার্জেন্ট বেল্লাল ও মোসলেহউদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর এ কে এম আনিসুর রহমান (অবঃ)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারী সাব লেঃ আলহাজ্ব নুরুল ইসলাম এবং বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব আব্দুল হক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আলহাজ্ব আব্দুল মালেক খান।

প্রধান অতিথি সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের বাণী পাঠ করে শোনান। তিনি বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের স্ত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর অনারারী ক্যাপ্টেন খোরশেদ, সার্জেন্ট মিজানুর রহমান, নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আব্দুল মোতালেব এবং বিমান বাহিনীর সার্জেন্ট দেলোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত, ছড়া, কবিতা, কৌতুক ও আকর্ষণীয় ম্যাজিক শো পরিবেশিত হয়। বেলা ১১টায় সশস্ত্র বাহিনী বোর্ড সচিবের সৌজন্যে পরিবেশিত একটি বিশাল কেক কাটা হয়।

দুপুরে জুম্মা নামাজের পর প্রীতিভোজ শেষে মহিলাদের অংশগ্রহণে ‘চেয়ারে বসে বালিশ নিক্ষেপ’ এবং শিশুদের জন্য চকলেট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনেকেই বহুদিন পর পুরনো সহকর্মীদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন্ট আব্দুল জলিল, সার্জেন্ট সিরাজুল ইসলাম, সার্জেন্ট বেল্লাল, সার্জেন্ট আজিজ, সার্জেন্ট সিরাজ, সার্জেন্ট শহিদ, সার্জেন্ট সেলিম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here