মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

 



দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধি: বাপ্পী শেখ

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ ডুবির ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে নদীর গভীর স্রোতের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনার মাঝ নদীতে সিমেন্টবোঝাই ট্রলারটির তলা ফেটে পানি ঢুকে দ্রুত ডুবে যায়। এতে ট্রলারে থাকা দুই শ্রমিক রনি সরদার (৩৫) ও শুভ মৃধা (২০) পানিতে তলিয়ে নিখোঁজ হন। নিহত রনি বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।


স্থানীয় সূত্র জানায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে দুই হাজার বস্তা সিমেন্ট বোঝাই করে ট্রলারটি বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। মধ্য নদীতে নোঙর করে দুই শ্রমিক বিশ্রামে গেলে ট্রলারের তলা ফেটে দ্রুত পানি ঢুকে দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান স্থগিত করতে হয়। শুক্রবার সকাল থেকে নতুন করে অভিযান শুরু করে দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।


সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “ট্রলারের তলা ফেটে ডুবে যাওয়া শ্রমিকদের মরদেহ উদ্ধারে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। নদীতে স্রোত ছিল অত্যন্ত প্রবল।”


বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here