দিঘলিয়া উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান
দিঘলিয়া প্রতিনিধিঃ
গত বিবার (২ নভেম্বর ২০২৫ ইং) খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ এর যোগদান।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বদলি জনিত কারণে দিঘলিয়া থেকে বিদায় নেওয়ায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ পূর্বে কুষ্টিয়া জেলার খোকশা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। নির্বাহী কর্মকর্তা হিসেবে দিঘলিয়া উপজেলা তাঁর দ্বিতীয় কর্মস্থল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন