সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতযাত্রা ও সন্মাননা অনুষ্ঠান
দিঘলিয়া প্রতিনিধিঃদিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৫ বছরে পদার্পন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে স্বাগতম রজতযাত্রা শিরোনামে প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলীর সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও অত্র বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক। অনুষ্ঠানে রাখেন ডাঃ ইয়াছিন আলী, আঃ হাই, প্রতিষ্ঠাকালীন শিক্ষক শেখ শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা ফারহানা খান প্রতিষ্ঠাকালীন সদস্য এম সিদ্দিকুজ্জামান, কামরুজ্জামান মিঠু প্রমুখ।
বক্তারা এ সময় অভিব্যক্তি ব্যক্ত করে বলেন অত্র বিদ্যালয়টি শুরু থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা পার হয়ে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে। বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল ২০২৬ সালে একটি আড়ম্বরপূর্ণ রজতজয়ন্তী উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শিক্ষকদের সন্মাননা পত্র তুলে দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন