খুলনা ফুলতলা থেকে তুহিন খানঃ
খুলনার ফুলতলায় ফুলতলা রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দামোদর ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামি গণমানুষের অধিকার আদায়ে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বলেন দেশ আজ নৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। উক্ত অনুষ্ঠানটি মোঃ ইনামুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও সেলিম রেজার সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সিরাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতা কর্মীরা বক্তৃতা করেন। আরো উপস্থিত ছিলেন খান জাহান আমীর হাসান টিটু, থানা সেক্রেটারী মাওলানা সাইফুল হোসেন, মাওঃ ওবায়দুল্লাহ, ইউনিয়ন আমির ইন্জিনিয়ার সাব্বির হোসেন, ইউনিয়ন সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, জেলা শিবিরের সভাপতি জনাব শেখ আলাউদ্দিন, ফুলতলা থানা শিবিরের সভাপতি জনাব আব্দুর রহিম, সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। সমাবেশে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।#জামায়াত #ইসলামী #ভোটার #সমাবেশ #খুলনা #


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন