খুলনার দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

খুলনার দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

 


 শামমুল ইসলাম 

 দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার  সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী তার মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়। 

গতকাল বুধবার (২৯ অক্টোবর-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী, কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ‘বানৌজা উপশম’ এর অভিজ্ঞ চিকিৎসক দল দক্ষিণ চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ৬০০ জন  নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। দিঘলিয়ার বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা এ স্বাস্থ্য সেবা প্রয়োজনীয় ঔষধ পায়। শত শত রোগী সকাল থেকে এ সেবা কেন্দ্রে ভীড় জমায়।



চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকার মোঃ মোস্তফা, মনোরঞ্জন রায়, আসমা, নাসরিন, মীম ও শাহনাজ এ প্রতিবেদককে জানান আমরা নৌবাহিনীর স্বাস্থ্য সেবা ও ঔষধ পত্র পেয়ে খুবই সন্তুষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here