শামীমুল ইসলামঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় সরকারি এম এ মজিদ ডিগ্ৰী কলেজ মোড় থেকে গণ মিছিল শুরু হয়ে মোড়ল মার্কেটে পথ সভায় মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জেলা শূরা সদস্য মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী'র সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত গণ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খান গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এদেশের মানুষের মাঝে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। আর এ শান্তি ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য এ দেশের ইসলামী দল জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ইসলামী রাষ্ট্র গঠন করে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, জুলাই শহীদের মর্যাদা প্রদান এবং জুলাই সনদকে আইনী ভিত্তি প্রদান করে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পিআর পদ্ধতিতে একটি অবাধ, শুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হবে ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন। এ কর্মসূচিতে স্থানীয় নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন