বাপ্পী শেখ , সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার লাভলী সিনেমা হলে দিনের পর দিন প্রকাশ্যে অশ্লীলতা চললেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব। এলাকাবাসী বলছেন, সিনেমা হলের আড়ালে চলছে প্রকাশ্য অশ্লীল দৃশ্য প্রদর্শন, নারীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করা এবং নৈতিকতা ধ্বংসের এক ভয়াবহ চিত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সিনেমা হলে নিম্নমানের চলচ্চিত্রের নামে প্রতিনিয়ত প্রদর্শিত হচ্ছে অশালীন ও অশ্লীল দৃশ্য। এমনকি কিছু অসাধু ব্যক্তি ওই সুযোগে সেখানে গড়ে তুলেছে অসামাজিক কার্যকলাপের কেন্দ্র। দিনের বেলায়ও কিশোর-যুবক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত সেখানে প্রবেশ করছে, যা স্থানীয় সমাজব্যবস্থায় চরম অশান্তি সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এসব অনৈতিক কার্যকলাপ চললেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে এলাকাবাসীর ক্ষোভ এখন চরমে পৌঁছেছে।
একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনই লাভলী সিনেমা হলে যা চলছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। প্রশাসন যদি চুপ থাকে, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে।”
এলাকাবাসী অবিলম্বে সিনেমা হলটি বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন