শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা,
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের একটি সূত্র, এ ঘটনায় নিহতের সংখ্যা আরো ও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রটি, নিহতদের নাম পরিচয় এখনো ও জানা যায়নি,
আগুনে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন --মোঃ সবুজ( ৩০) ও মো: মামুন (৩৫)
দুপুর ২ টার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে ভর্তি করা হয়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১:টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক চিকিৎসক ডা,শাওন বিন রহমান বলেন, রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় আমাদের এখানে দুইজন এসেছে, সুরুজের দুই শতাংশ দগ্ধ হয়েছে ও মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে তাদের দুজনকে আবজার ভেশনে রাখা হয়েছে,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে, এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম, পোশাক কারখানাটি সাততলা, এর চার তলায় আগুন লেগেছে,
আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি, তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, এটা এখনো ও নিয়ন্ত্রনে আসিনি, রাসায়নিক কারখানায় ব্লিসিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন