শিক্ষকের নীরব সংগ্রাম"" - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শিক্ষকের নীরব সংগ্রাম""



"শিক্ষকের নীরব সংগ্রাম""

       মোঃ মাহমুদ হোসেন 

    সহকারী শিক্ষক - বিজ্ঞান 


​জ্ঞানের আলো হাতে নিয়ে আমরা যে পথ চলি,

 জাতির মেরুদণ্ড গড়ি, স্বপ্নের  কথা বলি।

‘শিক্ষক' নামে সম্মান জুটলেও সমাজের চোখে,

পেটের ক্ষুধা মানে না, দুঃখ কোথায় রাখে।

এমপিওভুক্ত শিক্ষক আমরা, আধা-বেতনভোগী,

জীবনের এই যুদ্ধক্ষেত্রে, রোজ হই যেন রোগী।


সস্তা হয়েছে শ্রম আর জ্ঞানের এই দাম,

 মাস ফুরালে বেতন নিয়ে চলে শুধু ভ্ৰাম।

 সামান্য এই টাকায় চলে না সংসারের চাকা,

 অভাবের কাছে মান-সম্মান সব যেন হয় ঢাকা।

 বাড়ি ভাড়া সামান্য, চিকিৎসা ভাতার দশা,

 রোগ হলে বাঁচে না প্রাণ, বাড়ে শুধু হতাশা।

 সহকর্মী সরকারি পায় ন্যায্য সব পাওনা,

 আমাদের ভাগ্যে শুধু অবহেলা আর বঞ্চনা।


 উৎসবের দিনেও হাসি ফোটে না মলিন মুখে,

 ছেলেমেয়ের আবদার মেটানো পূরণের কষ্ট বুকে।

 শিক্ষকের সম্মান! সেতো দূর আকাশের তারা,

 বাস্তবে তো নুন আনতে পান্তা ফুরায়  তারা সর্বহারা।

 তবুও তো শ্রেণীকক্ষে যাই, কর্তব্য ভুলি না,

 ভবিষ্যৎ প্রজন্ম গড়তে আমরা কখনো টলি না।

 ছাত্রদের ভালোবাসি, তাদের জীবন গড়ি,

 নিজের জীবন যুদ্ধে লড়ি, নীরবেতে মরি।


 বই-খাতা আর জ্ঞানের ভারে ঝুঁকে আছে পিঠ,

 প্রাপ্য সম্মানটুকুও আজ হয়েছে কঠিন গিট।

 দাবি নিয়ে রাজপথে নামি, শুনি না কেউ কথা,

 এই সমাজে শিক্ষকতা যেন, এক নীরব ব্যাথা।

 কবে হবে মুক্তি এই অর্থকষ্টের থেকে?

 কবে মিলবে মর্যাদা, শান্তি মনে রেখে! 

 বলছি আজ সব সরকারের কানে কানে,

 শিক্ষকের জীবন যেন আর, না কাটে অপমানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here