গাজীপুরে বিয়ের প্রলোভনে এক যুবতিকে একাধিকবার ধর্ষণ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গাজীপুরে বিয়ের প্রলোভনে এক যুবতিকে একাধিকবার ধর্ষণ



মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুর কালীগঞ্জের হরিদেবপুর গ্রামের এক যুবতিকে একই এলাকার ইসমাইল বাগমারের পুত্র লম্পট মোর্শেদ বাগমার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করেন। ভুক্তভোগী ঐ যুবতি আদালতে মামলা করেও কোন প্রতিকার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। গতকাল সকালে সে ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এলাকাবাসী জানায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার সোলায়মান পালোয়ানে মেয়ের তানিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোর্শেদ বাগমার। পরে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মাঝে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মোর্শেদ। এক পর্যায়ে তানিয়া অসুস্থ হয়ে পড়লে মোরশেদ বাগমারকে বিয়ে জন্য বললেন তাররপরিবার। এতে বেঁকে বসেন মোরশেদ বাগমার। বিয়ে করতে অস্বীকৃতি জানায় তানিয়াকে, এই কষ্ট সহ্য করতে না পেরে ৯০ টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তানিয়া। পরে পরিবারের সহযোগিতায় হাসপাতালে নিয়ে ওয়াশ করে ঘুমের ট্যাবলেট বের করা হলে মৃত্যুর হাত থেকে বেঁচে যান তানিয়া, এসব ঘটনার আগে তানিয়া নিজেই বাদী হয়ে মোর্শেদ বাগমারের বিরুদ্বে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলার আসামি মোর্শেদ বাগমার প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার পেতে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তানিয়া ও তানিয়ার পরিবার,আপরদিকে আদালতের মামলা উঠিয়ে নেওয়ার জন্য তানিয়ার পরিবারকে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা জানান চিকিৎসক তানিয়ার সুস্থ্য হতে কিছু টা সময় লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here