বাপ্পী শেখ , সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজকল্যাণমূলক সংগঠন “আমরা নারায়ণগঞ্জের সন্তান” এর উদ্যোগে “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টে এ সভা হয়। সংগঠনের সেক্রেটারি ফাহাদুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গাজী মোবারক হোসেন, সহ-সভাপতি ভিপি পারভেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজালাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সদস্য আনিসুর রহমানসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবকসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম. এ. হক কায়জার বলেন,
“আমরা নারায়ণগঞ্জের সন্তান সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। যেখানে অন্যায়-অসঙ্গতি, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মাদক ব্যবসা ও জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়াতে হবে। নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারলেই প্রকৃতি ও মানুষ রক্ষা পাবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এগিয়ে আসতে হবে।”
বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। নদী দখল, দূষণ ও বালু উত্তোলনের কারণে পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়েছে। তাই সকল নাগরিককে সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদী রক্ষা মানেই জীবন রক্ষা—এই উপলব্ধি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, যদি প্রতিটি মানুষ নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তবে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া সম্ভব হবে। টেকসই উন্নয়নের স্বার্থে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন