জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা,



শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা,
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া - পাল্টা - ধাওয়ার ঘটনা ঘটেছে, এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে, এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা, শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এ কর্মসূচি ঘোষণা করেন, তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে ও তিন দফা দাবি বাস্তবায়নে আগামী রোববার ( ১৯ অক্টোবর) দেশের প্রতিটি জেলায় দুপুর ২ টা থেকে আগামীকাল ৫ টা পর্যন্ত তিন ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে, সৌরভ বলেন, হামলার শিকার হয়েছি, আমাদের উপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে, অবরোধে জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগেণর অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না, তিন দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি আহত ও পঙ্গুত্ববরণকারীদের বীর মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আহত ও শহীদ পরিবারদের পূর্ণবাসনের জন্য নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করা এবং আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলাও হয়রানি বন্ধ রাখতে দায় মুক্তি ও সুরক্ষা আইনের ব্যবস্থা করতে হবে, এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্স্যরা, এরপর পুরো সংসদ ভবন ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১ টা ২৬ মিনিটের দিকে জুলাই যোদ্ধা দাবি করা একটি পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, দুপুর ২ টার পর পর্যন্ত চলতে থাকে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া,
জানা যায়, গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের মঞ্চ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, একপর্যায়ে তারা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দেন, এর আগে, শুক্রবার সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে অনেকেই সংসার ভবনের ১২ নাম্বার গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, একপর্যায়ে তারা গেট টপকে ভেতরে প্রবেশ করে মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here