শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধ,
রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রতীক তালিকায় "শাপলা কলি 'যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ( ইসি )
আজ বৃহস্পতিবার( ৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়,
এর আগে কয়েক দফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি )এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল শাপলা না দিলে তারা নিবন্ধন নেবে,না, এমন পরিস্থিতিতে নতুন করে শাপলা কলি যুক্ত করা হলো প্রতীকের তালিকায়,
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস আর ও নং ৪৩১/আইন, ২০২৫,অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে,
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮--এর বিধি ৯ -এর উপবিধি( ১)সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা, সালনাগাদ করা হয়েছে, এই তালিকায় ১ নম্বর থেকে ১১৯ নম্বর পর্যন্ত মোট ১২৯ টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে,
এরমধ্য নতুন সংযোজন হিসেবে "শাপলা কলি 'প্রতীক যুক্ত হয়েছে ১০২ নাম্বারে যা এবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেওয়া যাবে,
গেজেটের ভাষ্যমতে, স্থগিত প্রতীক ছাড়া অন্য সব প্রতীক প্রার্থীদের প্রাপ্যতা অনুসারে বরাদ্দ দেওয়া যাবে, প্রতীকগুলোর মধ্যে রয়েছে, আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখী সহ জনপ্রিয় প্রতীকগুলো,
প্রজ্ঞাপন অনুযায়ী, আগের ২৪ সেপ্টেম্বর জারি করা এস আর ও নং ৩৮১-আইন /২০২৫,বাতিল করা হয়েছে এবং নতুন সংশোধিত তালিকাটি কার্যকর করা হয়েছে,
ইসি সচিবালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচনী পরিবেশ আধুনিকায়নের অংশ হিসেবে এতে নিবন্দিত দলগুলোর অনুরোধ ও প্রসঙ্গিকতা বিবেচনা করা হয়েছে,


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন