শেখ শহিদুল ইসলাম মিঠু বিশেষ প্রতিনিধি,
ফুলতলার পায়গ্রাম কসবায় দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত চুরি সহ নানা ধরনের প্রতারণা, কখনো ফেক আইডি খুলে ব্ল্যাকমেইল করছেন আবার প্রতিনিয়ত স্কুললে চুরি, মসজিদের ফ্যান চুরি, হাসপাতালের সোলার ব্যাটারি চুরি, প্রতিনিয়ত মানুষের বাগানের কলা চুরি বরজের পান চুরি, রাতে তালা ভেঙ্গে ভ্যান চুরি, মোটরসাইকেল চুরি, প্রতি দিনের সঙ্গি কোন অবস্থাতেই চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না, পায়গ্রাম কসবা বাসি চোর আতঙ্কে, রাতযাপন করছেন, কিছুদিন আগে রাতের আঁধারে কলা চোর, ও ভ্যানচোর ধরা পড়লেও কোন এক অজ্ঞাত কারণে বিচার করা সম্ভব হয়নি, বলে জানিয়েছেন সুজন কাজী ও নাজমুল ভ্যান চালক, রাস্তার পাশে গরু বেধে ৩০ মিনিট পর এসে বাধন কাজী দেখেন তার গরু আর নাই, চোরের হাত থেকে রক্ষা পাচ্ছেন না সরকারি স্কুল সরকারি হাসপাতাল এবং মসজিদ সাধারণ মানুষ মনে করেন সমাজের বিশিষ্টজনদের নজর ও প্রশাসনের নজর বিশেষভাবে প্রয়োজন, চোর সিন্ডিকেট যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে না পারলে প্রতিনিয়ত এভাবে দুর্ঘটনা ঘটেই চলবে ,


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন