নিজেস্ব প্রতিবেদনঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চলছে অবৈধ চুন ও ঢালাই কারখানার রমরমা ব্যবসা। সরকারি নজরদারির অভাব ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করেই এসব কারখানা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সচেতন মহলের দাবি, এটি যেন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের এক মহা উৎসবে পরিণত হয়েছে। ৫ আগস্টের পর সারা দেশে লুটপাটের যে নজিরবিহীন চিত্র দেখা যাচ্ছে, তার ব্যতিক্রম নয় সোনারগাঁওও। স্থানীয় লুটেরারা প্রকাশ্যে বলছে, "সারা বাংলাদেশ যখন রাষ্ট্রীয় সম্পদ ভোগ করছে, তখন সোনারগাঁ পিছিয়ে থাকবে কেন?"
এলাকাবাসীর অভিযোগ, চুন ও ঢালাই কারখানাগুলো শুধু অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ দখল ও ভোগ করছে তাই নয়, এগুলো থেকে যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হচ্ছে। তবুও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
সচেতন মহল প্রশ্ন তুলেছে— কবে জনগণ এগিয়ে আসবে, কবে বন্ধ হবে এ লুটপাটের মহোৎসব?
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছে, অবিলম্বে এসব অবৈধ কারখানা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন