মাহামুদ হোসেনঃ
হ্যাঁ, আপনাকেই বলছি! ওরা শিক্ষক,
ওদের বেতন বাড়ানোর প্রয়োজন নেই! ওদের আন্দোলনের দরকার কি?এমন কথা প্রায়ই শুনে আসছি!
বাস্তবতা হলো অনেকেই জানেন না একজন শিক্ষক কত টাকা বেতন পান। জানলে আপনি অবশ্যই অবাক হবেন!! আমার কথা বলি, SSC, HSC, BSc (Hons) MSc Microbiology (1st Class) পাস করে, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে জাতীয় মেরিট লিস্ট করে সরকারি ভাবে এই তথাকথিত মহান পেশা শিক্ষকতায় নিয়োজিত হই। এজন্য অনেক পড়াশুনা ও কষ্ট করতে হয়েছে। বাস্তবতা বুঝতে পারলাম যখন বেতন পেলাম, মুল বেতন= ১২,৫০০/- বাড়ি ভাড়া=১০০০/-সহকারী শিক্ষক - বিজ্ঞান *
চিকিৎসা= ৫০০/-
মোট= ১৪,০০০/-
অবসর কল্যাণ কেটে নেয় ১০% ,
থাকলো আবার সেই - ১২,৬০০/-
এই ১২,৬০০ টাকা দিয়ে বর্তমান সময়ে স্ত্রী,মা- বাবা, সন্তান, মোট- (৫/৬ ) জনের পরিবার কিভাবে চলবে?
হ্যাঁ প্রশ্ন আপনার কাছে!!
১২,৬০০ টাকা দিয়ে কি ৫ জনের পরিবার চালানো যায়?
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!!
*মোঃ মাহমুদ হোসেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন