দীর্ঘ ৬ মাস পার হলেও খুলনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান টুকু স্বাদ সহ তার পরিবার এখনো হদিস মিলিনি- দাবী স্ত্রী ইরানী পারভীনের। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ ৬ মাস পার হলেও খুলনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান টুকু স্বাদ সহ তার পরিবার এখনো হদিস মিলিনি- দাবী স্ত্রী ইরানী পারভীনের।



খুলনা প্রতিনিধিঃ

খুলনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আরটিএম রিয়েল এস্টেট কোম্পানীর মালিক ও কিউ পি এস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানীর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ও রাজনীতি বিদ গনসংহতি নেতা ও নাগরিক আন্দোলন খুলনা সংগঠনের নেতা কামরুজ্জামান টুকু স্বাদ ও তার পরিবারের ১৭ জন সদস্য নিখোঁজ। ৬ মাস পার হলে এখনো মিলিনি কোন খোজ, দাবি করছেন স্ত্রী ইরানী পারভিন।


গত ১৮/০২/২৫ ইং তারিখে চায়না যাওয়ার উদ্দেশ্যে খুলনা সোনাডাঙ্গা ১ম ফেজের ৩নং রোডের ৬৯ নং তার নিজস্ব বাড়ি ও অফিস, এই বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোনে কল করলে সন্ত্রাসীরা রিসিভ করছে এবং কামরুজ্জামান টুকু স্বাদ এর সোনাডাঙ্গা ১ম ফেজের ৩নং রোডের ৬৯ নং দশতলা বাড়ি সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ত্রাসীরা রাতারাতি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং কামরুজ্জামান এর পরিবারের সদস্যদের জিম্মি করে রেখে সন্ত্রাসীরা কামরুজ্জামান এর বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
এসংক্রান্ত বিষয় নিয়ে কামরুজ্জামান এর স্ত্রী ইরানী পারভীন কয়েক জন কে আসামি করে বিজ্ঞ আদালতে সি আর ৩০৭/২৫ ধারা দন্ডবিধি ৩৬৪/৩৬৫/৩৪ অনুযায়ী মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালতে মামলাটি চলমান আছে। মামলা টি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য ১৭/৯/২৫ দিন ধার্য আছে। কামরুজ্জামান টুকু স্বাদ ও তার পরিবারের সদস্যদের উদ্ধারের জন্য বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিশেষ দ্রষ্টব্য ঃ কামরুজ্জামান টুকু স্বাদ জুনায়েদ সাকির সাথে গনসংহতি আন্দোলন করতেন এবং ডাঃ এস কে বাহারুল আলম এর নাগরিক আন্দোলন খুলনা সংগঠনের বিরোধীদলীয় নেতা ছিলেন।

কামরুজ্জামান টুকু স্বাদ ও তার পরিবারের সদস্যদের উদ্ধারের বিষয়ে প্রশাসন নিশ্চুপ। আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী ইরানী পারভীন কে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই শেষ পর্যন্ত মিডিয়ার দ্বারস্থ হয়ে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ এর কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন কামরুজ্জামান টুকু স্বাদ এর স্ত্রী ইরানী পারভীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here