যশোর অভয়নগর উপজেলার( ১২ আগষ্ট) মঙ্গলবার শংকরপাশা বিলপাড় এলাকা হতে গাছে বাঁধা অবস্থায় লিমন (১৭) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিমনের বাড়ি নোয়াপাড়া পৌরসভার জগ বাবুর মোড়ে। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। সে জগ বাবু মোড় এলাকার কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে কে বা কারা তাকে গাছে বেঁধে হত্যা করে বিলের মধ্যে রেখে পালিয়ে যায়। তার কাছে থাকা অটো ভ্যান, মোবাইল, টাকা নিয়ে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন