গিলাতলায় এল, জি,ই,ডি এর তৈরিকৃত রাস্তাটির ইট ব্যাক্তিগতভাবে উঠিয়ে নেওয়ায় এলাকাবাসির বিভিন্ন দপ্তরে অভিযোগ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

গিলাতলায় এল, জি,ই,ডি এর তৈরিকৃত রাস্তাটির ইট ব্যাক্তিগতভাবে উঠিয়ে নেওয়ায় এলাকাবাসির বিভিন্ন দপ্তরে অভিযোগ

 


খানজাহান আলী থানা প্রতিনিধিঃ

ফুলতলা উপজেলাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিন্দা গত ২০১৬ সালে সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তাক সরদার এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও এল,জি,ই,ডি এর মাধ্যমে মৃত সামসুর রহমান খান এর বাড়ি থেকে মৃত সিদ্দিক মোল্লা ও মোঃ কামরুল এর বাড়ি পর্যন্ত ইটের সলিং এর পাকা রাস্তা তৈরি করেন। যার আনুমানিত প্রায় ২০০ ফুট। কিন্তু একই এলাকার মোঃ আরিফ খান ও মোঃ মিন্টু খান, পিতা- খান আমির খান, মাতা- সুফিয়া খাতুন, গিলাতলা বাজার, তাদের ব্যাক্তিগত সুবিধার জন্য ২০০ ফুটের রাস্তার সম্পূর্ণ ইট তুলে ফেলেন। যাতে এলাকাবাসিদের মধ্য একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং ৯/১০টি পরিবারের যাতায়াতের মারাক্তক সমস্যা গ্রস্থ হয়ে পড়ে আছে। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যই গণ্যমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।  এলাকাবাসি একটি সুষ্ঠ সমাধান ও পুনারায় রাস্তাটির ইটের সলিং নির্মানের জন্য আপনার নিকট আবেদন করছি।  আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা করে সঠিক তদন্তের মাধ্যমে এলাকাবাসি সুষ্ঠ সমাধান পাইতে পারে তার সু-ব্যবস্থা জন্য এলাকাবাসী ফুলতলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান, সহকারি কমিশনার ভূমি ফুলতলা,  পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে সুষ্ঠু বিচার এবং দ্রুত পুনরায় ইটিং সলিং তৈরি করতে অভিযোগ পত্র দাখিল করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here