বেনাপোল প্রতিনিধি :
শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. মোস্তফা কামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বর, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জমাত আলী মেম্বর, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, বিএনপি নেতা নুরুজ্জামান ও আতিয়ার রহমান দলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন