ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
৮ নং সিদ্ধিপাশা ৬ নং ওয়ার্ল্ড মানিকের মোর নেমে একটি কাঁচা রাস্তা বৃষ্টির সময় হাঁটুর সুমন পানি বেধে থাকে জনগণ চলাচল করতে পারে না তার জন্য ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাশেম ৫ গাড়ি বালি দিয়েছেন রাস্তা ঠিক করার জন্য যাতে লোকজন চলাচল করতে পারে সোমবার তারিখ ১১.০৮.২০২৫ সকালে বালের কাজ শুরু হয় রাস্তার আশেপাশের লোকজন এসে সবাই বালি নিয়ে রাস্তা ঠিক করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন