শার্শায় ধর্ষণ থেকে বাঁচতে’ ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন করলেন ভুক্তভোগী, ধর্ষক আটক। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শার্শায় ধর্ষণ থেকে বাঁচতে’ ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন করলেন ভুক্তভোগী, ধর্ষক আটক।

 



ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরের শার্শা উপজেলায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন দেবর মফিজুল ইসলাম (৪৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন মফিজুল ইসলাম। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দেন। মারাত্মক জখম অবস্থায় মফিজুল চন্দনপুর গ্রামে এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং পুরুষাঙ্গে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও তার ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরেও আবার এমন ঘটনায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। ঘটনার বিষয়ে ভাবি বলেন, প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম মঙ্গলবার (১২ আগস্ট) রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সোমবার সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here