মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনা, বটিয়াঘাটা (জুলাই ২০২৪): বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব শাখার উদ্যোগে ঝিনাইখালি মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বটিয়াঘাটা থানা পূর্ব শাখার সভাপতি গালিব উদ্দিন গালিব উদ্দিন শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ । আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে যোগ দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কবির আকুঞ্জী, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।বক্তারা বলেন, "ছাত্র আন্দোলনের ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে ও আত্মস্থ করতে হবে।"


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন