সাংবাদিকের প্রেস কটি ছুড়ে ফেলে মিথ্যা মামলা সাজিয়ে সাংবাদিক কে গ্রেফতার ফুসছে সাংবাদিক সমাজ। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সাংবাদিকের প্রেস কটি ছুড়ে ফেলে মিথ্যা মামলা সাজিয়ে সাংবাদিক কে গ্রেফতার ফুসছে সাংবাদিক সমাজ।


 

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন নতুন কিছু না। কোন অপরাধ চাদাবাজি এর নিউজ সংগ্রহে গেলেই সাংবাদিকের উপর আক্রমণ ও চাদাবাজি ভুয়া সাংবাদিক বানাতে ব্যাস্ত থাকেন কিছু স্বার্থলোভী মহল ও সরকারি কর্মকর্তারা।পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন নতুন কিছু নয় আর এটা প্রায় ঘটে তাদের কোন সাজা বা জবাবদিহি না করার কারনে।যশোর জেলার বাঘারপাড়া থানা পুলিশ যেন এর ভিন্ন কিছু না বলছিলাম ২৪শের ছাত্র অন্দোলনের তরুণ সাহসী সাংবাদিক রিদয় হাসানের কথা।নিজের ব্যাবসা প্রতিষ্টানে চাদাবাজি ও ভাঙচুর এর ভিডিও ধারন করায় বাঘারপাড়া থানা পুলিশ ডেকে নিয়ে গিয়ে মারধর ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।এক সুত্রে জানা যায় বাঘারপাড়া থানার ওসি সাংবাদিক রিদয় হাসানের গায়ে থাকা প্রেস কটি খুলে ছুড়ে ফেলে দেয় যা সাংবাদিক সমাজের জন্য অপমান জনক।রয়েছে বাঘারপাড়া থানার ওসির বিরুদ্ধে চাদাবাজ মাদক ব্যাবসী ও সন্ত্রাসীদের পক্ষে কাজ করার নানান অভিযোগ। স্থায়ী সুত্রে জানা যায় সাংবাদিক রিদয় হাসানের বাঘারপাড়া চাড়াভিটা বাজারে একটা বাসের টিকিট কাউন্টার আছে সেখানেই তাদের টিকিট বিক্রির ব্যাবসা সরকার পতনের পর থেকে এলাকার বিএনপির চাদাবাজ সন্ত্রাসীরা ঝামেলা করে অসছিলো এর জের ধরে সন্ত্রাসীদের হামলা হয় সেখানে ওই হামলার চাদাবাজি ও লুটপাটের ভিডিও করে সাংবাদিক রিদয় হাসান কিন্তু অবাক করা বিষয় হলো যে ছেলেটা সব হারিয়ে নিস্ব ঠিক তখনি বিএনপির দালাল বাঘারপাড়া থানা পুলিশ চাদাবাজির পক্ষ নিয়ে সাংবাদিক রিদয়কে ডেকে নিয়ে মিথ্যা মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠায়।এতে এলাকার সাধারণ জনগণ বতর্মান বাঘারপাড়া থানা পুলিশের উপর ক্ষিপ্ত পুলিশ হবে জনতার কিন্তু বাঘারপাড়া থানার ওসি হলো চাদাবাজি সন্ত্রাসীদের। দৈনিক লিখনী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ রানা আহমেদ বলেন ওসি প্রেস কটি ছুড়ে ফেলে পুরো সাংবাদিক সমাজ কে অপমান করেছে ও দলীয় টান টেনে একজন সাংবাদিক কে জেল হাজতে পাঠিয়েছে এর সঠিক সুষ্ট তদন্তের জন্য জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ স্বরাষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকার কোন দলের নয় পুরো দেশবাসী ও জনগণের এখানে কোন দলের হয়ে কাজ করার কোন প্রশ্নই উঠেনা পুলিশের।

দৈনিক লিখনী সংবাদ গাংচিল টিভি সহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা র কথা জানানো হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here