দিঘলিয়া উপজেলার সেনহাটিতে একই রাতে ৪ বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি এলাকায় ৪ বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, আদর্শ পল্লী এলাকার মাস্টার ইউনুছ আহমেদের বাড়ি থেকে ১টি পানির মোটর, মোঃ বাবর আলীর বাড়ি থেকে ১টি পানির মোটর, সুলতান কাজীর বাড়ি থেকে ১টি টিউবওয়েল, নতুন পাড়া ওলিয়ার রহমানের বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে ২০ কেজি চাল, ১০ কেজি পেয়াজ, ৩ কেজি রসুন, ৫০০ গ্রাম জিরাসহ ১টি রাইস কুকার চুরির এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘরে প্রবেশ করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। ৪টি বাড়িতে চুরির ঘটনায় আমরা খুবই আতঙ্কে আছি। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, পুলিশের কাছে কেউ অভিযোগ দেননি। পুলিশ ভুক্তভোগীদের বাড়ি সরেজমিনে গিয়ে ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে। তবে পুলিশী টহল অব্যাহত আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন